আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২৪, ৭:৫১ পি.এম
তানোরে পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীর তানোরে দুটি পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুকুরের মাছ লুট ও পুকুর মালিককে হত্যার হুমকি দেয়ার ঘটনায় গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় গত ১৯ আগস্ট উপজেলার চককাজিজিয়া গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র আনোয়ার হোসেন বাদি হয়ে মোহাম্মদপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমানসহ ৪জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) খতিয়ান নম্বর ১,মৌজা চককাজিজিয়া,জেল নম্বর ৭৭, দাগ নম্বর ৩৪২ ও ৫৫৩, শ্রেণী পুকুর, পরিমান ৬৩ ও ৫৩ শতক। এসব সরকারি খাস পুকুর। উপজেলা প্রশাসনের কাছে থেকে এসব পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে বানিজিকভাবে মাছ চাষ করে আসছেন আনোয়ার হোসেন।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৭ আগষ্ট সকালে বিবাদীগণ লাঠিয়াল বাহিনী নিয়ে ইজারা নেয়া এই ২টি পুকুর থেকে জোরপুর্বক প্রায় ৪০ মন মাছ লুট করে নিয়ে যায়। এদিকে গত ১৮ আগস্ট সন্ধ্যায় বিবাদীগণ আনোয়ার হোসেনকে রাস্তায় ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে। তাকে গুরুত্বর জখম করে ফেলে রেখে যাবার সময় হত্যার হুমকি দিয়ে যায়। বিবাদীগণ দুধর্ষ প্রকৃতির লোক।
তিনি এবিষয়ে সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, বিবাদীগনের হুমকি-ধমকির ভয়ে তিনি এলাকা ছেড়ে অন্য এলাকায় রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে মতিউর রহমান বলেন, তাদের বিরুদ্ধে করা অভিযোগ পুরোটা সত্যি নয় মিথ্যা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha