আজকের তারিখ : জুলাই ২৯, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২৪, ১:৪৯ পি.এম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত
![]()
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে আজ বেলা বারোটায় ফরিদপুর সিভিল সার্জনের অফিসের সামনে সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিন ও সিভিল সার্জন অফিসের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবিতে উক্ত বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্ত ও সোহেল রানা তারা বিগত দিনে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে আলোচনা করেন। এবং আগামী রবিবারের মধ্যে তাকে উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
তারা বলেন বাংলাদেশে আর কোন দুর্নীতি করতে দেয়া হবে না। এবং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে এবং তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
এর আগে তারা প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপরে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha