আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২১, ২০২৪, ৬:৫৬ পি.এম
নাগেশ্বরীতে ঘুষের প্রায় ১৩ লক্ষ টাকা ফেরত পেতে ভুমি অফিস ঘেরা, তহশিলদারের পদত্যাগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুষের টাকা ফেরত পেতে ইউনিয়ন ভুমি অফিস ঘেরাও করেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা। তথ্য সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কেদার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মিত অফিস করতেন। এছাড়াও খাজনা খারিজে নিয়ম বহির্ভূত ঘুষের টাকা গ্রহণ করতেন। এতে করে মানুষ অতিষ্ঠ হয়ে পরে।
এক পর্যায়ে সে নিয়মিত অফিস না করার কারণে সাধারণ গ্রাহকদের হয়রানি বৃদ্ধি পায়। আজ বুধবার ২১ আগষ্ট মোহাম্মদ রাসেল আহমেদ অফিসে গেলে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তার নিকট ঘুষের টাকা ফেরত দাবি করেন।
এক পর্যায়ে জনগণের উপস্থিতি বৃদ্ধি পেলে কচাকাটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় মহতগণ তাকে নিরাপত্তা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানায়, উপস্থিত ছাত্রদের কথা শুনেছি এবং অভিযুক্ত ইউনিয়ন ভুমি কর্মকর্তা সচিব বরাবরে পদত্যাগ পত্র দেয়।
এছাড়াও অভিযুক্ত মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে অবৈধ ভাবে নেয়া প্রায় ১৩ লক্ষ টাকা ফেরত দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha