আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২১, ২০২৪, ২:৫৪ পি.এম
বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো যুবক

ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো এক যুবক। নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান(২৮)। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে।
বিকাল সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যা ওরফে মজি কানার মেয়েকে বিয়ে করেন।
২০ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়ি দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হোন সে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধরনা শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হতে পারে সে।পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাটন করতে পারে নাই।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন - খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha