রাজশাহীর বাঘায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট)স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল ১১ টার বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেক কেটে ও বর্নাঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক আরেফিন হক কনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, মোখলেচুর রহমান মুকুল, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সেলিম আরিফ,প্রভাষক নবাব আলী, আল আমিন, শামীম সরকার, শফিকুল ইসলাম শফিসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha