আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ২:৪১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২০, ২০২৪, ৬:৩৩ পি.এম
বালিয়াকান্দিতে শহীদ সাগরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীত সাগরের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে অবস্থিত নিহত শহীদ সাগরের কবর জিয়ারত শেষে তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। চরমোনাইর পীরের নির্দেশে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই কর্মসূচি বাস্তবায়ন করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আঃ রহমান সোহান,সাবেক সভাপতি মুহাম্মাদ আঃ রহিম আল মাহমুদ সুমন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রেজওয়ান মল্লিক, রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদক আঃআলিম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রহমতুল্লাহ নোমান, সাহিত্য বিষয়ক সম্পাদক সিয়াম আহমেদ, বালিয়াকান্দি উপজেলার সভাপতি আবুজর ইসলাম সোহেল প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তাআলা শহীদ সাগরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন! তার প্রিয় করে নিক এবং তার পরিবারের সকল সদস্যদের কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এটাই আমাদের চাওয়া।
উল্লেখ্য, ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ সাগর। সাগর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের বাসিন্দা। সে সরকারি বাঙলা কলেজে অনার্সের শিক্ষার্থী ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha