আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২০, ২০২৪, ৬:৩৩ পি.এম
সাতক্ষীরার সাবেক এসপির ফাঁসির দাবিতে বালিয়াকান্দিতে বিক্ষোভ-পথসভা

সাতক্ষীরা জেলার সাবেক এসপি বর্তমান অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ফাঁসির দাবিতে তার নিজ জন্মস্থান রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে বিক্ষোভকারিরা অভিযোগ করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা দুইটার বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিমুকুর কিন্ডার গার্টেন এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বিক্ষোভকারিরা চৌধুরী মঞ্জুরুল কবিরেের পুশলিক্তিতা দাহ করেন।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে সাতক্ষীরা থাকাকালীন তৎকালীন এসপি বর্তমান অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে। যার সংখ্যা হবে প্রায় তিনশতাধিক। শুধু হত্যায় নয়, এ সকল নেতাকর্মীর ঘর-বাড়ী পর্যন্ত আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ ও অর্থ উপার্জন করেছে। সেই অর্থ দিয়ে তার দুই ভাই এলাকাতে প্রচুর সম্পদ করেছে। এগুলো প্রশাসনকে দেখতে হবে। আমরা বালিয়াকান্দিবাসী তার ফাঁসি দাবি করছি।
সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান এর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha