আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৬ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২০, ২০২৪, ২:২৪ পি.এম
নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে শহরের বটতলা এলাকা হয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং আনন্দ র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট সহ উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চলনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মানিক।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, নাগরপুরে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি, যেটার ধারাবাহিকতা বিদ্যমান। বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নাগরপুরে মন্দির পাহাড়া দিয়েছি। যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ।
উল্লেখ্য, বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha