আজকের তারিখ : ডিসেম্বর ৪, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২০, ২০২৪, ২:১৯ এ.এম
লুন্ঠনকৃত অস্ত্র ও গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী
রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে গত (৫ আগস্ট) লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০ টি আগ্নেঅস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাবের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।
সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে অস্ত্র ও গুলি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইষ্ট বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব, র্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এইসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ ইষ্ট বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ অস্ত্র ও গোলাবারুদ র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মোঃ রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেও নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র ও গোলাবারুদ ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনী উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha