আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৪:২৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৯, ২০২৪, ১০:৩৯ পি.এম
শামসুল হক সেতু টোল বন্ধের দাবীতে টাংগাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান

টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলার সংযোগস্থল এলাসিনে ধলেশ্বরী নদীর উপর সামছুল হক সেতুটি ৯৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫১৫.১২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি সওজ নির্মাণ করে। টাঙ্গাইলের দুই উপজেলার ৪,৭৬,৫৪১ লাখ মানুষ এ সেতু দিয়ে পারাপার হয়ে থাকে। সেতুটি উদ্বোধনের পর থেকেই সরকারি রাজস্ব আদায়ের নামে নেওয়া হত অতিরিক্ত টোল। এতে করে ভোগান্তির শিকার হতো নাগরপুর -দেলদুয়ার যাতায়াতরত যানবাহনের চালকেরা।
৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এর পর (৮ই আগস্ট) নাগরপুরের ছাত্রসমাজ এই টোল নেওয়া বন্ধ করে দেয়। তার কিছু দিন পর থেকেই আবার শুরু হয় এই টোল এর কার্যক্রম। নাগরপুরের জনসাধারণের প্রাণের দাবি ছিলো টোল মুক্ত শামসুল হক সেতু।
স্বচ্ছতা নির্ভর জবাবদিহি মূলক রাজস্ব আদায় নিশ্চিত করতে নাগরপুরের বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগনের উপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট টোল বন্ধের দাবিতে স্বারক লিপি প্রদান করেন নাগরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহির ফয়সাল,আবু বক্কর ছিদ্দিক,ওহাব মিয়া,মনির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha