কুষ্টিয়ায় কর্মরত জেলা বিশেষ শাখার অফিসার ও ফোর্সের সাথে ৫জুন পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ মতবিনিময় সভা আজ সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। মতবিনিময় সভায় উপস্থিত সকলেই সাবলীল ভাষায় তাদের সুবিধা-অসুবিধার কথা উপস্থাপন করেন এবং প্রধান অতিথি উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সেই সাথে প্রতি মাসে (জেলা বিশেষ শাখার মাসিক তথ্য বিশ্লেষণ সভা) নামে একটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। উক্ত মতবিনিময় সভায় ডিএসবিতে জোনে কর্মরত সকল সদস্যকে বিভিন্ন ঘটনাবলী সংক্রান্তে অগ্রিম রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার আইজিপির পাঁচ নির্দেশনা যথা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে হতে হবে মাদকমুক্ত, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লগানো, বিট পুলিশিং জোরদার করা এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করণে ব্রিফ প্রদান করেন।
মতবিনিময় সভায় ডিএসবির সদস্যদের ভালকাজের প্রতিদান স্বরুপ অর্থ পুরস্কারের কথা ঘোষনা করেন। ডিএসবিতে পাসপোর্ট, ভিআর এবং পুলিশ ক্লিয়ারেন্স এর মত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সাথে আবেদনকারী প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। দেশকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
জনগনের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের ভাল কাজের উপর নির্ভর করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম। কর্তব্যকালীণ সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে আইজিপির সম্মান তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হয়।
এছাড়াও আইন-শৃংখলা সংশ্লিষ্ট অগ্রিম তথ্য সংগ্রহে সকলকে সোচ্চার হওয়ার নির্দেশ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সহ জেলা বিশেষ শাখায় কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ফোর্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha