আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৮, ২০২৪, ৪:০৭ পি.এম
কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারীর নানা অভিযোগের তদন্ত

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মো. হাচান মিয়ার দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের সুত্রধরে সরেজমিনে তদন্ত করেছে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ পরিচারক মো. রিফাত সিকদার ও মো. রিয়াজউল্লাহ বাহাদুর।
উল্লেখ হাচান এর দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও কৃষকদরে সাথে দুর্ব্যবহার নিয়ে দুই মাস ধরে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সাংবাদের সুত্রধরে ১৮ আগস্ট দুপুর ১ টায় কাঠালিয়া কৃষি অফিসে তদন্ত করেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ পরিচারক মো. রিফাত সিকদার ও মো. রিয়াজউল্লাহ বাহাদুর। তদন্তের সময় স্থানীয় কৃষক ও সাংবাদিকরা লিখিত বক্তব্যদেন।
এসময় স্থানীয় এক কৃষক জানান, আমি ২০২৩ সালের প্রথম কৃষি অফিসের সহায়তা পাওয়ার জন্য কৃষি অফিসে এসে দেখি বড় স্যারেরা কেও অফিসে নেই, একজন মুরব্বী লোক বলেন পাষের রুমে একজন সহকারী আছে তার সাথে কথা বলেন, তখন তার কাছে প্রকপ্লের কথা বল্লে তিনি আমাকে বলেন প্রকল্প কি গাছে ধরে এখান থেকে চলে জান বলে তিনি অফিস থেকে বের হয়ে যায়, আমি অনেক সময় অপেক্ষা করে হতাশ হয়ে চলেযাই। পরে রেমাল বন্যার কয়েকদিন পরে আবার আমি অফিসে আসলে তিনি আমাকে দুর্ব্যবহার করে তারিয়ে দেয়। আমি বাইরে নেমে ওনার বিষয়ে একজন লোকের কাজে জানতে চাইলে তিনি বলেন ওনার নাম হাচান ওনি কৃষি অফিসের উচ্চমান সহকারী।
এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ পরিচারক মো. রিফাত সিকদার ও মো. রিয়াজউল্লাহ বাহাদুর।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha