কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও হয়ে গেছে।এ ঘটনায় গুদাম রক্ষককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। সেই সঙ্গে চিনি উধাওয়ের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপক রফিকুর রহমান খাঁন।কুষ্টিয়া সুগার মিল ব্যবস্থাপক জানান, গত বৃহস্পতিবার মিলে মজুদ করা চিনির স্টক মেলাতে গেলে ৫৩ টন চিনি কম পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া চিনিকল কারখানার জিএম কল্যাণ কুমার দেবনাথকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কল্যাণ কুমার দেবনাথ জানান, কিভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা বের করতে এর মধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha