সারাদেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরে গৃহপালিত পশু-পাখির মেলা হয় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে।
২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দের দিনব্যাপী এই মেলা শেষ হয় শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই। প্রদর্শনী করতে ডেকে আনা হয় স্থানীয় বিভিন্ন এলাকার পশু-পাখি খামারিদের, যাদের অনেকের সঙ্গেই ন্যূনতম সম্পর্ক গড়ে ওঠেনি উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের।
শনিবার (৫ জুন) সকালে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
বড়গাংদিয়ার ছাগলের খামারি হিরা, জয়ভোগার সুকচাঁদ মন্ডল, নারায়ণপুরের সরোউদ্দিন, তুহিন রেজা, সৌখিন পাখির ব্যবসায়ী সরোয়ারসহ নাম প্রকাশে অনিচ্ছুক অংশগ্রহণকারীদের অনেকেই জানান, গত রাতে তাদের ফোন করে আসতে বলা হয় মেলার উদ্দেশ্যে। যার যার পশুপাখি নিয়ে মেলায় প্রদর্শনীর জন্য যথাসময়ে হাজির হন তারা।
কিন্তু উপজেলা পরিষদ এলাকায় ছায়ানিবিড় জায়গা থাকা সত্তে¡ও প্রচন্ড গরমে খোলা মাঠে মেলায় টিকতে পারেননি খামারি-প্রাণী কেউই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha