আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশকাল : জুন ৫, ২০২১, ৮:২৯ পি.এম
খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান
কুষ্টিয়ার খোকসায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এমপি প্রতিনিধি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায়, খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান প্রমুখ।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারিগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী গণ।
বিকেল ৫ টায় প্রাণী প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়, প্রাণিসম্পদ অফিসের স্টেশন অফিসার আব্দুল আলিম প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন নিজেদের সুস্বাস্থ্য ও করোনা মহামারী থেকে বাঁচবার জন্য প্রতিটা মানুষেরই সুষম খাদ্য অনশিকার্য আর সুষম খাদ্য আমরা প্রাণিসম্পদ থেকে পেতে পারি, প্রতিদিন একটি ডিম ও এক গ্লাস দুধ ছাড়াও বিভিন্ন হালাল পশু পাখির মাংস সহ বিভিন্ন শাক সবজির আহার করে আমরা প্রাণিজ সম্পদ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি ।
উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৫০টি স্টোলে বিভিন্ন প্রকার গৃহপালিত প্রাণী ও খামারিরা বিভিন্ন প্রাণী প্রদর্শন করেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে সেরা খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha