আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ১০:৩১ পি.এম
যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামে সিটি ব্যাংক লিমিটেডের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যার পর অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোর শহরের উপশহরের উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দুরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেঁধে তিনি রাস্তার ওপর মোটরসাইকেলের ডান পাশে পড়ে যান। একই সময়ে যশোর গামী একটি ট্রাকের পেছনের চাকা ওই নারীর মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব- ইন্সপেক্টর জয়ন্ত দাস বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha