আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৮:১১ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ১১:৪৪ পি.এম
হাতিয়ায় তমরদ্দী বাজারে খুচরা ও পাইকারী আড়ৎ মনিটরিং করছে সাধারণ শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাতিয়ায় বিশৃঙ্খলা-অরাজগতাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজলের নেতৃত্বে ৫ম দিনে
তমরদ্দী বাজার এর খুচরা ও পাইকারী আড়ৎ মনিটরিং এর কাজ করতেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় ব্যাবসায়িদের বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেন ও ব্যাবসায়িদের সমস্যা গুলো জানতে চাই তারা।
শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে তাদের। এছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজল জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা হাতিয়ার বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি। এক্ষেত্রে সকলে আন্তরিক মানসিকতা প্রদর্শন করা উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha