আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৪, ২০২৪, ২:৪৭ এ.এম
শ্যামনগরে প্রাইভেট কার কেড়ে নিল যুবকের প্রাণ
শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ২ টায় সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী টু নীলডুমুর রোডের দাতিনাখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় নীলডুমুর থেকে আসা একটা প্রাভেটকার দাঁড়িয়ে থাকা মোফাজ্জেল হোসেনকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুততার সাথে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় তার মৃত্যু হয়।
মৃত মোফাজ্জেল হোসেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা আবাদ চন্ডিপুর গ্রামের কাশেম আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি এক বিজিবি সদস্যের। প্রাইভেট কারটি অদক্ষ্য চালক দিয়ে বিজিবি সদস্য রেনটেকারের ব্যবসা করে থাকেন।
বুড়িগোয়ালিনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha