নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ তাসরীফে উঠার সময় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সাড়ে ১২টায় হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকাগামী যাত্রীরা নদীর মাঝখানে নঙ্গরে থাকা তাসরীফ লঞ্চের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত ট্রলারে করে প্রায় শতাধিক যাত্রী রওয়ানা হয়। কিছুদূর গিয়ে মাঝ নদীতে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনায় পড়ে।
তাসরীফ ২ এর সুপারভাইজার কাশেম হাওলাদার জানান, নদীদে ভাটা থাকায় নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ছেড়ে এসে গভীর নদীতে নোঙ্গর করি। কিছু যাত্রী থেকে যাওয়ায় তাদের কে নিয়ে ট্রলারটি লঞ্চে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলার বডি দুর্বল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি তলা ফেটে পানি ঢুকে কাত হয়ে পড়ে। ট্রলার সকল যাত্রীরা সাতরিয়ে পাশের চরে উঠলেও দুইটি শিশুর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে শিশু দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে তাসরীফ ২ লঞ্চের সুপারভাইজর কাশেম হাওলাদার জানান।
অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলার দুর্ঘটনায় পড়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া কোস্ট গার্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha