আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৩ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ৭:২০ পি.এম
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে শহীদের রক্ত বৃথা যেতে দিব না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটাধিকার নিশ্চিত করা, অসাম্প্রদায়িক বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ সংগ্রাম জোরদারের স্লোগান কে সামনে রেখে উক্ত শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান নায়েক, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বেলায়েত হোসেন, কৃষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান লাল্টু রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এমদাদ মিয়া।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অরুন কুমার শীল।
সভায় বক্তারা বলেন ৫ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আর তাই এ বিজয় ধরে রাখতে হবে। বক্তারা বলেন বর্তমান সরকারের নিকট জনগণের প্রত্যাশা বেড়েছে সরকারের নিকট কৃষকদের ভর্তুকি বাড়ানোর দিকে দাবি করা হয়, একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দুর্নীতি দমন, কর্মসংস্থানের ব্যবস্থা্য দাবি জানান তারা। একই সাথে দেশে যাতে শিল্পায়ন হয় সেদিকে লক্ষ্য দেবার জন্য সরকারের নিকট দাবি জানান।
বক্তারা বলেন বাংলাদেশ জনগণ আর কোন হেলমেট বাহিনী পেটুয়া বাহিনীকে ক্ষমতা দেখতে চায় না। জনগণ ভোট দিতে চায় এবং ভোটাধিকার মাধ্যমেই তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এ আন্দোলনে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
এছাড়া পুলিশ বাহিনী দেশে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব গ্রহণ করায় তাদের অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানা হয়।
এছাড়া বিশেষ ট্রাইবুনাল গঠন করে সকল হত্যাকাণ্ডের বিচারের জন্য বর্তমান সরকারের নিকট দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha