আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ৬:২৭ পি.এম
হাতিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩আগষ্ট) বিকেল ৫টায় বিএনপির সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে হাতিয়া উপজেলা বিএনপি নেতা খোন্দকার আবুল কালাম, কাজী আবদুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফজলুল আজিমের বাস ভবনে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীকে দ্রæত বিচারের দাবিতে শ্লোগান দেয়া হয়। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিভিন্ন পেশাজীবি দলের নেতাকর্মীর মধ্যে ফাহিম উদ্দিন, আকরাম উদ্দিন, মমিন উল্যা রাসেল, এডভোকেট সুমন সহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha