আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ৫:১৮ পি.এম
বালিয়াকান্দিতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে লিফলেট বিতরণ ও মানববন্ধ অনুষ্ঠিত
বাজার সিন্ডিকেট, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৫ দফার দাবীতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। লিফলেট বিতরণ শেষে চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের আয়োজনে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠ থেকে একটি মিছিল বের হয়ে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বাজারের প্রতিটি গলি ও প্রধান সড়ক পরিস্কার করতে দেখা যায়। কেউ আবার চৌরাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। ১৫ দফা পাঠ করেন শিক্ষার্থী খোন্দকার আরমান, মো: রক্তিম ও মিতা।
মানববন্ধন শেষে সড়ক দুর্ঘটনায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য কাঞ্চন ও কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ সাগরসহ সকল শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খোন্দকার শফিউল আযম শিবলুর সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের আয়োজিত এই কর্মসূচিতে একত্বতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বিল্লাল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, শিক্ষার্থী খোন্দকার ফয়সাল প্রমূখ।
মানববন্ধনে ১৫ দফা দাবীসহ ওয়াপদা মোড়কে কোটা আন্দোলনে নিহত শহীদ সাগর চত্বর নামকরণ করার আহবান জানান বক্তারা। এ সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha