আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৩:৪৭ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৪, ১২:১৩ পি.এম
দায়িত্ব পেয়ে কাজে নেমেছে ট্রাফিক পুলিশের সদস্যরা
দায়িত্ব পেয়েই কাজে নেমেছে ট্রাফিক পুলিশের সদস্যরারা। আজ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। এ ব্যাপারে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য জানান গতকাল দায়িত্ব পাবার পর আমরা কাজে নেমে পড়েছি। আমরা আশাবাদী ফরিদপুর বাসী আমাদের কাছ থেকে আগের মতই সেবা পাবেন।
তারা বলেন ইতোমধ্যে সরকার আমাদের বেশ কিছু দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা আশা করছি তিনি আমাদের এই দাবিগুলো গ্রহণ করবেন। পাশাপাশি যে সমস্ত বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ গত কয়েকদিন যাবত আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এবং শহরকে যানজট মুক্ত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় একটা ভালো পরিবেশ এবং সৌহার্দ্য মূলক সম্পর্ক তৈরি করা সম্ভব হবে এবং ফরিদপুরে একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।
শহরে যে সমস্ত স্থানে এখনো পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা চালু হয়নি তা খুব তাড়াতাড়ি এবং পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ।
এদিকে ট্রাফিক সদস্যরা দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানিয়েছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নাম একটি সংগঠন এ সময় সংগঠনের সভাপতি নৌফেল সালিম বিপ্লব, সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোমালিয়া, সহ-সভাপতি প্রিন্স মাহমুদ, সদস্য সৈয়দ জামান আদিল, তাহমিদ হাসান নাজমুস সাকিব নাবিল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ফেরদৌস, সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক মুন্নু মিয়া, মোঃ আলফাজ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha