ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো এক ব্যাক্তি। শুক্রবার (০৪ জুন) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫)। তার বাড়ী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। অপর নিহত পথচারী সবিরুন খাতুন (৫৫)। তার বাড়ী জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে পৌঁছা মাত্রই সবিরুন নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫) মারা যান।
তিনি আরো জানান, দূর্ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারি সবিরুন খাতুন (৫৫) মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেন (৪৭) কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha