ভারতে পাচারকালে রাজশাহী বাঘার সীমান্তবর্তী এলাকা থেকে ২ মণ ইলিশ মাছসহ মাছ বহন করা ইঞ্জিন চালিত একটি ভ্যানগাড়ি জব্দ করেছে আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। সোমবার( ১২ আগষ্ট) সকাল সাড়ে ৬ টায় রাজশাহী ব্যাটালিয়ান(১ বিজিবি) এর আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর বর হাওলাদারের নের্তৃত্বে কিশোরপুর সীমান্ত এলাকা থেকে আসামী বিহীন ২ মণ ইলিশ মাছসহ ইঞ্জিন চালিত ভ্যানগাড়িসহ ইলিশ মাছ জব্দ করা হয়।
আলাইপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল রব হাওলাদার জানান, ১৫০০ টাকা হিসেবে জব্দকৃত মাছের দাম ধরা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির মূল্যে ধরা হয়েছে ২ লক্ষ টাকা। জব্দ করা মাছগুলো জেলা কাষ্টমস অফিসের মাধ্যমে খোলা ডাকে ( নিলামে) বিক্রি করা হয়েছে। ভ্যান গাড়িটি ক্যাম্পে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জব্দকৃত মাছগুলো কাষ্টমস অফিসের মাধ্যমে ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha