গতকাল গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া সহ দেশীয় অস্ত্রের আঘাতে ৫ সেনাসদস্য আহত এবং সেনার গুলিতে শিশুসহ দুজন আন্দোলনকারী আহত হওয়ার ঘটনা ঘটেছিল। সংঘর্ষের পরপর যশোর ক্যান্টনমেন্ট থেকে সাজুয়া যান সহ কয়েক প্লাটুন সেনা গোপালগঞ্জ জেলায় অবস্থান নেয়।
এঘটনায় দেশব্যাপী সেনাবাহিনীর ও গোপালগঞ্জ জেলা নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। ওই রাতেই সেনা অফিসারদের সাথে জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খানের আলোচনা হয়। উভয় পক্ষের আলোচনার পর এখন পর্যন্ত শান্ত রয়েছে গোপালগঞ্জ। আলোচনায় আওয়ামীলীগ নেতার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয় কোন নেতা কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল মিটিং করবে না। এরপর আজ সারাদিন গোপালগঞ্জ জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকেও গোপালগঞ্জের আ'লীগ নেতা কর্মীদের কোনো ধরপাকড় করা হয়নি।
তবে আজও জেলার কয়েকটি ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা।
এবিষয়ে জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম নজরুল ইসলাম দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, গতকালের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় আজ বিকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাদের আলোচনার জন্য ডাকা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা সংঘাত চাই না, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চাই। কর্মীদেরও সে মোতাবেক নির্দেশনা দেয়া হয়েছে। আশাকরি আজকের আলোচনায় সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান হবে।
এবিষয়ে গোপালগঞ্জ সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর পক্ষ থেকে সময়ের প্রত্যাশাকে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্যঃ গতকাল শনিবার (১০আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলে সেনাবাহিনীর গুলিতে শিশুসহ দুইজন আহত হয়। এঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য বিক্ষোভকারীদের দেশীয় অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আহত হয়। পাশাপাশি বিক্ষোপকারীরা এক সেনাসদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল করে। এছাড়াও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha