আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১০, ২০২৪, ১০:৪১ পি.এম
বেনাপোল বন্দরকে সুরক্ষায় বিজিবি’র আয়োজনে সুধি সমাবেশ

দেশের চলমান উত্তাপ পরিবেশ এর জন্য বেনাপোল স্থলবন্দরকে সুরক্ষা ও স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগনের জানমালের নিরাপত্তার জন্য স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী। শনিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বন্দর থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক ও বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ) এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজোয়ান আহমেদ আকাশ, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সিএন্ডএফ এজেন্ট মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা যুব দলের সদস্য সচিব ইমদাদুল হক এমদাদ, বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান, আব্দুল মান্নান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস প্রমুখ।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বেনাপোল বন্দরকে সচল রাখতে হবে। বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবেনা। সন্ত্রাস ও মাদকমুক্ত বেনাপোল গড়তে বেনাপোলবাসীকে তার পাশে থাকার আহবান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহয়ের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ- সভাপতি নুরুজ্জামান লিটন বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে বিজিবি ও পুলিশকে সাথে নিয়ে দফায় দফায় বৈঠক করে সচল রেখেছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha