বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো উদ্ভূত পরিস্থিতিতে কর্ম বিরতি পালন করছে পুলিশ। এমন পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে রাজশাহীর বাঘা থানায় নিরাপত্তায় কাজ করছে সেনা বাহিনী ও আনসার সদস্য। শনিবার (১০-০৮-২০২৪) তাদেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের কোন সদস্যকে থানায় দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
বাঘা থানায় কর্তব্যরত আনসার বাহিনীর ইউনিয়ন কমান্ডার মোঃ এবাদুল্লাহ জানান,গত বুধবার (০৭ আগষ্ট) থেকে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার বাহিনীর সদস্যরা। থানায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম জানান, পুলিশকে আগের মতো কাজে ফিরিয়ে আনার জন্য এবং সাহস যোগাতে গত শুক্রবার(০৯ আগষ্ট) রাত থেকে থানায় কাজ করছেন। নিরাপত্তাহীনতায় যারা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তাদের কেউ কেউ থানায় আসছেন,দেখা করছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,পুলিশ সদস্যদের অনেকেই থানায় আছেন। তবে ২/১ দিনের মধ্যে স্বতঃফ’র্তভাবে আগের মতো কাজ শুরু করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।