বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন।
ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবির তত্ত্বাবধানেই পরিচালিত হবে এর কার্যক্রম। এদিকে সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। ফলে বিজিবির নিরাপত্তায় ভোলাহাট থানার কার্যক্রম চলবে। এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার জাহানসহ অন্যান্যরা। সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha