আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১০, ২০২৪, ২:২৮ পি.এম
হাতিয়ায় ট্রাফিক পুলিশ ও পরিষ্কার পরিচ্ছন্নার দায়িত্ব পালন করছে ছাত্রছাত্রীরা

হাতিয়া উপজেলায় এবার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্ররা। আজ শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের ও পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব পালন করে। শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে ও ওছখালী বাজার মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় কিছু সংখ্যাক নৌবাহিনী, আনছার সদস্যরাও ছাত্রদের সাথে ছিলেন।
স্বেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারণ জনতা ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন। শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত করছেন হাতিয়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী।
ছাত্ররা জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না। এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা স্বেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে। এছাড়াও স্কাউট দলকেও তাদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ দিয়ে দিক নির্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha