সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও দেশ ছাড়েন। হঠাৎ করে দেশ ছাড়ার কারণে বেশির ভাগ নেতাকর্মীদেরকে আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে আশ্রয় নেওয়ার পর নতুন গন্তব্যের সন্ধান করছেন নেতাকর্মীরা।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়ার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ছাড়া ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য নেতাকর্মীরা নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে কোন কোন দেশে আশ্রয় নিচ্ছেন প্রতিবেদনে তা নিশ্চিত করা যায়নি।
ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশত্যাগ করেছেন তারা দ্রুত সময়ে বের হয়ে যান। তাই তারা সাথে করে অতিরিক্ত কাপড়-চোপড় বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রও নিয়ে যেতে পারেননি।