আজকের তারিখ : জানুয়ারী ৯, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৮, ২০২৪, ৭:৩১ পি.এম
ভেড়ামারায় জামায়াতের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও চলমান পরিস্থিতিতে এলাকায় শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্বরে ভেড়ামারায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও চলমান পরিস্থিতিতে এলাকায় শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমামেশে প্রধান অতিথি ছিলেন আব্দুল গফুর সাবেক মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির কুষ্টিয়া, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা সম্পাদক ও সাবেক উপজেলা আমির ড:অধ্যা : নুরুল আমীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি এমদাদুল হক সাগর।
বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামির সভাপতি আব্দুল আহাদ, জুনিয়াদা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির আব্দুল্লাহ আল মামুন, চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামির সভাপতি মাও: রবিউল ইসলাম, ধরমপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাও: শহিদুল ইসলাম, ভেড়ামারা পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান, বাহিরচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শরিফুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাও : ছাইদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা ছাত্র শিবির এর সভাপতি মুর সালিন,সেক্রেটারি রুস্তম আলী, সহকারী সেক্রেটারি মন্জুরুল আলম খোকন, মাহাফুজুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন তারিক আহমেদ সহকারী সেক্রেটারি।
পরে ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ভেড়ামারা সরকারি পাইলট স্কুল মাঠে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha