ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি। অন্যদিকে, উপ-উপাচার্য ফোন ধরলেও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ক্যাম্পাস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন বলেন, ভিসি স্যার আমাকে বললেন, “ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না। তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।
জানাগেছে, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসেনর শীর্ষ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন। এরপরই তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ ও ৩০ জুন উপ-উপাচার্য নিয়োগ পান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha