নড়াইলের কালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মো. আরিফ ফকির নামের এক ভ্যান চালকের পৈত্রিক জমি দখল করে বাড়ি নির্মানসহ বেড়া দিয়ে তার বসতবাড়ির পথ গত দেড় মাস ধরে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আরিফ ফকির উপজেলার বাঐসোনা গ্রামের মৃত শাছুল হক ফকিরের ছেলে। উপজেলার বাঐসোনা গ্রামে ঘটে যাওয়া ওই জমি দখলের ঘটনায় পৈত্রিক জমি দখল মুক্তসহ বাড়ির রাস্তা মুক্ত করতে আরিফ ফকির গত ৩১ মে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিবরনে জানা যায়, উপজেলা ওই গ্রামের হোসেন মোল্যার ছেলে মো. রুবেল মোল্যার নজর পড়ে ভ্যানচালক আরিফ ফকিরের বসতভিটা সংলগ্ন বাঐসোনা মৌজার ১৯৭১ নম্বর খতিয়ানের ১২০৫ নম্বর দাগের ৩৭ শতক জমির উপর।
গত ২০ মার্চ রুবেল ওই জমির গাছপালা কেটে দখল নিতে গেলে আরিফ তাতে বাঁধা দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে বিত্তশালী রুবেল উপজেলার নড়াগাতি থানা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিলে গত ২২ মার্চ রাত ২ টার দিকে আরিফ ফকির ও তার ভাইপো সোবাহান ফকিরকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ ২৩ মার্চ কালিয়ার ইউএনওর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ১৫৩ ধারায় তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
আরিফ ও তার ভাইপো কারাগারে থাকার সুযোগে রুবেল ও তার সহযোগীদের হামলা হুমকির মুখে আরিফের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিলে আদালতের দেয়া স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে গত ১০ এপ্রিল সকালে জমিটি দখল করে বসতঘর নির্মানসহ তার বাড়ির রাস্তাটি বন্ধ করে গত প্রায় দেড় মাস ধরে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভ্যানচালক মো. আরিফ ফকির বলেন, প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বর্তমানে তিনি তার পরিবার নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে দিন যাপন করছেন। মো. রুবেল মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমিটি তিনি আরিফ ফকিরের শরীকদের কাছ থেকে কিনে নিয়ে বসতঘর নির্মান করেছেন। তিনি আরিফের বাড়ির পথ বন্ধ করেননি
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha