কুষ্টিয়া জেলা কারাগার থেকে প্রায় ২০/২৫ জন বন্দী আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর আড়াই টার দিকে এই ঘটনার পর সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
জেল সুপার আ: বারেক জানান , কুষ্টিয়া বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জামিন পান। দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করে কারাবন্দীরা। প্রায় ২০/২৫ জনের মত পালিয়ে যায়। এ সময় কারারক্ষীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। তবে এর আগেই ১৫/২০ জন আসামি পালিয়ে যেতে দেখেন স্থানীয় লোকজন ।
জেল পলাতক একজন আসামিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় থেকে পিটিআই রোড ধরে কাস্টম মোড়ের দিকে যেতে দেখা গেছে। তিনি একটি মোটরসাইকেলে বসেছিলেন, মুখ বাধা ছিল গামছা দিয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha