শুক্রবার দুপুরে নগরকান্দা পৌরসভার চৌমুখা এলাকার বিভিন্ন মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জেতী প্রু।
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে নগরকান্দার রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, নিউ বাগাট মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা ও বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।
ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রুু বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় অভিযুক্ত প্রত্যেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের অপরাধ করলে তাদের সর্বোচ্চ জরিমানা করা হবে বলেও হুঁশিয়ার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha