জেলা বিএনপির সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন বলেছেন,হিন্দু সম্প্রদায়ের প্রতি সদয় আচরন করুন। তাদের জানমাল সুরক্ষা করুন। কোথাও জ¦ালাও পুড়াও কর্মসুচি নিবেন না। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। তাই দেশের সম্পদ নষ্ট করা যাবে না।
তিনি গত মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বিএনপি নেতা মসলেম উদ্দিন মিয়া,শাহজাহান আলী,জিয়াউর রহমান জিরু,আবুল কাশেম মন্ডল,রহমান ভেন্ডার, আলমগীর হোসেন,জিল্লুর রহমান,শাহাদত হোসেন সাইফুল,শারমিন আক্তার টুকটুকি,সেলিনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর দলীয় নেতাকর্মীরা আওয়ামী শাসনের অবসান হওয়ায় কালুখালী শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।
একই দিন দুপুরে জেলা বিএনপির সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন সহ বিএনপি নেতৃবৃন্দ কালুখালী থানায় আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।