স্বৈরাচার পতন উপলক্ষে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ শোকরানা মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। বিকেলে কালুখালী স্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। মিছিলকারীরা কালুখালী উপজেলা প্রেসক্লাব সড়ক ও রতনদিয়া বাজার প্রদক্ষিন করে।
পরে কালুখালী সোনালী ব্যাংক মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রব।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের সাধারন সম্পাদ আবু সাঈদ নিলু,রতনদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর রায়হান কবির,বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান,মদাপুর ইউনিয়ন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলম শেখ প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তাগন বলেন,সাধারন মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। কেউ যেন আবেগের তারনায় কারো সম্পদ ক্ষতি না করে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।