সোমবার শেখ হাসিনার শাসন অবসানের কথা শোনার পর রাজবাড়ীর কালুখালী উপজেলায় ছাত্র জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন কর্মসূচি পালন করে। কালুখালীর রতনদিয়া বাজার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মিছিলকারীরা কালুখালীর চাঁদপুর মোড়ে স্থাপিত শেখ মুজিবের মুর্তি ভাংচুর করে।
মিছিলকারীরা জানায়, আমরা সাধারন মানুষের কোন ক্ষতি করতে আসিনি। তাই কারো কোন ভয় নেই। ছাত্র জনতার এই মিছিল সম্পর্কে জানতে চাইলে কালুখালী উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব জানায়, যারা মিছিল করেছে আমি তাদের
সাধুবাদ জানাই।
তিনি বলেন, আমি জামায়াতের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষদের ধৈর্য ধারনের অনুরোধ করছি। দেশ আমাদের, সম্পদ
আমাদের। তাই কেউ যেন দেশের সম্পদ ক্ষতি না করে।
এদিকে ছাত্র জনতার আনন্দ মিছিল সম্পর্কে জানতে চাইলে কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রকিবুল হাসান রুমা জানায়, মিছিলকারীরা দেশের মানুষ, তাদের বিজয় আমাদের দেশের বিজয়। তিনিও নেতাকর্মীদের শান্ত থেকে দেশের সম্পদ রক্ষা করার জন্য অনুরোধ জানান।
মিছিল চলাকালে কালুখালী থানা ও উপজেলা প্রশাসনের কার্যালয় বন্ধ রাখা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানায়, সরকারী ছুটি ঘোষনা করায় অফিসের গেট বন্ধ রাখা হয়েছে। তিনি দেশের সম্পদ সুরক্ষার জন্য দেশ প্রেমিক কালুখালীবাসীর প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha