আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশকাল : জুন ৩, ২০২১, ৬:২২ পি.এম
কুষ্টিয়ায় কৃষকের কলাগাছ কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষ

কুষ্টিয়ার ভেড়ামারায় রবিউল ইসলাম নামে এক কৃষকের চাষকরা এক হাজার কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিপাড়া এলাকায় প্রতিপক্ষ হেদায়েত উল্লাহর লোকজন কৃষক রবিউল ইসলামের লাগোনো প্রায় একহাজার কলাগাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, ২০১৭ সালে উপজেলার মুন্সিপাড়া এলাকার মো. হেদায়েত উল্লাহ কাজলের কাছ থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে পুকুর কেটে মাছ চাষের পাশাপাশি পুকুরের দুইপাশ দিয়ে কলার বাগান করেন তিনি।
কিন্তু লিজের ৪ বছরের মাথায় আজ সকালে হঠাৎ করে তাকে জমি থেকে উৎখাত করার উদ্দেশ্যে হেদায়েত উল্লার ছেলে শুভ লোকজনকে সাথে নিয়ে জমিতে লাগোনো প্রায় একহাজার কলাগাছ কেটে ফেলে এবং ওই জমিতে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়। এতে তার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক রবিউল ইসলাম।
ঘটনা তদন্তে আসা ভেড়ামারা থানার এস আই মো. মনিরুজ্জামান জানান, কৃষক রবিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে খুব দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha