কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই চার কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে ১৪ দিন পর আবারও উত্তপ্ত কুষ্টিয়ার রাজপথ।
আজ ৩ আগস্ট শনিবার বিকেলের দিকে কয়েকশ শিক্ষার্থী জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা মজমপুর গেটে অবস্থান নেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।