ফরিদপুরের বোয়ালমারীতে পাট কলের ফিনিশার মেশিনে পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রায়হান বিশ্বাস (২২)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রায়হান বিশ্বাস শ্রমিক হিসেবে মিলটিতে যোগদান করেন। ঘটনার দিন রাতে নিদিষ্ট কর্মঘণ্টা শেষে তিনি ওভার ডিউটি করছিলেন। কাজের শেষ দিকে একটি ফিনিশার মেশিন বন্ধ করে তিনি হাত দিয়ে মেশিনটি পরিষ্কার করতে যান। কিন্তু তখনও মেশিনের রোলার ঘুরছিলো। এসময় রোলারে পেঁচিয়ে যান নিহত যুবক। এতে মাথাসহ তার শরীরের একটি অংশ রোলারে থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫