কুষ্টিয়ার ভেড়ামারায় জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদ্দ্যােক্তা সংস্থা (বাউস )এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয় আজ বুধবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইয়া ইয়া ফুড পার্কের কনফারেন্স রুমে ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার কেককেটে অনুষ্ঠানের সাফল্য মন্ডিত করেন। এসময় উপস্থিত ছিলেন ️ভেড়ামারা উপজেলা প্রেসক্লাব,সভাপতি- ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন বাবু,️ ভেড়ামারা প্রেসক্লাব,সভাপতি- জাহাঙ্গীর হোসেন জুয়েল।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সভাপতি- কামরুল ইসলাম মনা,সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম,ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাব,সভাপতি- জাহাঙ্গীর খাঁন প্রমূখ।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার এডমিন প্যানেলের তামিম, শরিফুল, সানায়ার, আতিকুর রহমান রুবেল, মাহাবুব, নাজমুস সালেহীন, নাহিদা, অননন্যা, অপরিজিতাসহ এডমিন প্যানেলের সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার বলেন, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা দিনদিন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে দৃষ্টান্ত স্হাপন করে চলেছেন।
সফল উদ্যোক্তা হওয়ার একটি প্রধান উপায় হলো, সব ধরনের অহেতুক লজ্জা ঝেড়ে ফেলে শুধু লক্ষ্যের দিকে ফোকাস রাখতে হবে।সফল উদ্যোক্তা হতে হলে কোনও কাজকেই ছোট ভাবতে পারবেন না। প্রথম দিকে সব কাজেই হাত লাগাতে হবে।
আপনাকে একজন ভালো রিসার্চার থেকে শুরু করে একজন ভালো কাস্টোমার ম্যানেজার হতে হবে, ব্যবসার প্রয়োজনে আপনাকে সবই করতে হবে। সফল উদ্যোক্তা হওয়ার আর কোনও বিকল্প উপায় নেই।
তাই আসলে সফল উদ্যোক্তা হওয়ার জন্য আগেই কিছু বিশেষ গুন ও দক্ষতা অর্জন করা জরুরী। অত্র সংস্থার প্রতিষ্ঠাতা জীবন রহমান মোহন কে পরিশেষে ধন্যবাদ জানান তিনি মহত কাজটি করে চলেছে।করোনার সময় মানুষের পাশে দাড়িয়েছে।তারদীর্ঘায়ু কামনা কর।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।