আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ৩১, ২০২৪, ৬:১৩ পি.এম
বালিয়াকান্দিতে আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
বুধবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ হোসনেআরা হোসেনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।
এছাড়াও সহকারী কমিশনার ভূমি মো: হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় উপজেলা চত্ত্বরে একটি বনজ চারা রোপণ করা হয়। পরে আনছার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ,বনজ ও ভেষজ প্রজাতির ১০৯ টি চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha