আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশকাল : জুন ২, ২০২১, ১০:২৮ এ.এম
জলাবদ্ধতার আশঙ্কায় আতংকে আছে বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা

গত তিনদিন থেকেই চট্টগ্রামে ভারি বর্ষণের পাশাপাশি থেমে থেমে বৃষ্টি লেগেই আছে। টানা এই বৃষ্টির ফলে বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। এতে দৈনদিন কর্মজীবীদের জন্য এ পরিস্থিতি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
এ ছাড়া ব্যবসা বা কর্মক্ষেত্রে শহর মুখী যাতায়তকারীদের অন্তহীন ভোগান্তিতে পড়তে হয়। টানা বৃষ্টি হলে এই সমস্ত এলাকার ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা করছেন এই এলাকার বাসিন্দারা।
সরেজমিন দেখা যায়, উপজেলার কর্নফুলী নদীর তীরবর্তী চরণদ্বীপ, খরণদ্বীপ, কধুরখীলসহ বেশ কয়েকটি এলাকায় সামন্য বৃষ্টি হলে তার সাথে জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড -এর অধীনে কর্নফুলী নদীর তীরবর্তী এলাকায় ব্লক বসানোর প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের অধীনে বিভিন্ন খালের পাড়ে বাঁধ দেওয়া কাজ চলছে। এটি শুরু হয় ২০২০ সালের জুলাই মাসে।
বৃষ্টিপাতের কারণে ব্লক বসানোর কাজ এখন বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দা বজল,শফি, সালাহ উদ্দিন বলেন, এইভাবে বৃষ্টি হলেও পানি চলাচল কোথাও আটকায়নি। টানা বৃষ্টির কারণে এলাকায় পানি উঠে গেছে। দ্রুত খালের পাড়ে সি সি ব্লক ববসানো না হলে বৃষ্টির পানির সাথে কর্নফুলী নদীর জোয়ারের পানি প্রবেশের কারণে সাধারণ বাসিন্দাদের আতংকে দিন কাটছে বলে জানান এলাকার বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha