রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরী মারা গেছে । বুধবার বিকেল ৫টায় কালুখালীর গঙ্গানন্দপুর হিরু মোল্যার ঘাটে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরীর নাম অঞ্জনা খাতুন (১৩)। সে ঢাকার সাভার এলাকার উজ্জল শেখের মেয়ে।
স্থানীয় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানায়, অঞ্জনা খাতুন দু'দিন আগে পশ্চিম হারোয়া গ্রামের উরমান কাজীর বাড়ী বেড়াতে আসে। বুধবার দুপুরে সে দুই বান্ধবী নিয়ে হিরু মোল্যার ঘাটে গোসল করতে যায়। প্রচন্ড স্রোতে ৩ জনই ডুবতে থাকে। এসময় ২ জন কিনারায় আসলেও অঞ্জনা নদীতে ডুবেযায়। এসময় স্থানীয়রা কালুখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে ছুটে গিয়ে অঞ্জনাকে উদ্ধার করে। পরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে অঞ্জনাকে মৃত্যু ঘোষনা করে।
ফায়ারসার্ভিসের স্টেশন ইনচার্জ বাকী বিল্লাহ জানায়, আমাদের কোন ডুবুরী নেই। তারপরও কর্মীরা ঝুকি নিয়ে অঞ্জনাকে উদ্ধার করে। তিনি আরো জানান, এক সপ্তাহ আগে একই স্থান থেকে কালুখালী ফায়ারসার্ভিস কর্মীরা আরো এক কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।