কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রাশিদা খাতুন (৪০) নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধারের চারদিন পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার (১ জুন) বিকালে উপজেলার বিলগাথুয়া-জয়পুর সীমান্তে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে নিহত রাশিদা খাতুনের মরদেহ তার পরিবারের নিকট বুঝিয়ে দেয় বিজিবি। নিহত রাশিদা খাতুন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন, দৌলতপুর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার, হোগলবাড়িয়া থানার ইন্সপেক্টর ফারুক হোসেন ও করিমপুর থানার ওসি পিন্টু সরকার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।