রাজশাহীর বাঘায় রুস্তমপুর এলাকা থেকে ১ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল (২৫) মোঃ
মকিম উদ্দীনের ছেলে মোঃ সেলিম রেজা (২৬)।
তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৫ রাউন্ড গুলি উদ্ধার সহ ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) তাদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে র্যাব-৫। আগের দিন মঙ্গলবার(১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্রকারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।
বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) হাসনা খাতুন জানান, বুধবার (১৭ জুলাই) র্যাব-৫ এর সহকারি পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।(মামলা নম্বর-২২ তাং-১৭-০৭-২০২৪)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha