ফরিদপুরের সদরপুরে, ৫নং ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭ জুলাই বুধবার দুপুর ১২টায় ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শেখ গোলাম কাউছার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শেখ গোলাম কাউছার তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ জুলাই আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে আমার ইউপি কার্যালয়ে কয়েকজন সংবাদকর্মী প্রবেশ করেন। আমি তাদের পরিচয় জানতে চাইলে তার আমাকে সাংবাদিক পরিচয় দেয়। কিন্তু তারা পূর্ব থেকেই আমার অফিসের ইউপি সচিবের এবং আমার ভিডিও করতে থাকেন। আমি তাদেরকে জানাই, আমার কোনো বক্তব্য দিতে হলে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
তিনি বলেন, ভাষাণচর ইউপির ৮জন সদস্যের আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক, ফরিদপুর মহোদয় ইউপি কার্যালয়ে এসে দীর্ঘ সময় ১২ জন ইউপি সদস্যের উপস্থিতিতে উভয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল এর দিক নির্দেশনার আলোকে সমঝোতা করে দিয়ে যান। তারপরও গণমাধ্যম কর্মীরা আমাকে বার-বার উক্ত অভিযোগের বিষয়ে অজ্ঞাতে ভিডিও করে তারা অফিস কক্ষের বাহিরে চলে যান।
পরবর্তীতে গণমাধ্যাম কর্মী দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমি ও ইউপি সদস্যগণ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয়ের মধ্যে মিমাংসা করে দেই। কিন্তু আমার ও ইউপি সচিবের বিরুদ্ধে তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে যাচ্ছে, যাহা ডাহা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
তিনি গণমাধ্যম কর্মীদের মনগড়া এবং স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং উপস্থিত সাংবাদিকদের সঠিকভাবে চিহ্নিত করে সংবাদ পরিবেশনের আহবান জানান।
সংবাদ সম্মেলনে সদরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha