কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি ইলিয়াস আহমেদ পাল ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (১জুন) ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স¤প্রতি করোনায় আক্রান্ত হন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাযা হয়। বুধবার ফরিদপুরের ইয়াসিন কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে মুন্সিডাঙ্গি আফতাবউদ্দিন পাল মাদ্রাসা ও এতিমখানার গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
ইলিয়াস পালের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, মহিলা দলের যুগ্ন সম্পাদক নায়াব ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫